1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রশিবির নেতাকে অবরুদ্ধ করার প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ছাত্রশিবির নেতাকে অবরুদ্ধ করার প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭ বার

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

 

একই সঙ্গে এ বিষয়ে প্রশ্ন তোলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

 

শনিবার ৩ জানুয়ারি কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছবি, ফেস্টুন, কিউআর কোড সংবলিত প্রচারপত্র ও ফটোকার্ড তৈরির একটি বুথ স্থাপন করা হয় বলে জানা গেছে।

 

অভিযোগ রয়েছে, এসব কার্যক্রম কলেজ প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হৃদয় হাসান কলেজ কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন—সরকারি কলেজে প্রশাসনের অর্থ ও উদ্যোগে কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো আইনসম্মত কি না।

 

অভিযোগ অনুযায়ী, এই প্রশ্নের জের ধরে ছাত্রদলের নেতা-কর্মীরা হৃদয় হাসানকে ধরে নিয়ে কলেজের একটি কক্ষে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

 

কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করা হয়েছে।

পরে ইসলামী ছাত্রশিবিরের জেলা নেতারা বিষয়টি সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয় হাসানকে উদ্ধার করে।

 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সরকারি অর্থ ব্যবহার করে প্রচারণা চালানো এবং ভিন্নমত পোষণকারী একজন ছাত্রকে অবরুদ্ধ করে রাখার ঘটনা নিন্দনীয়।

 

তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

 

বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

এ বিষয়ে সোনারগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net