নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
নবীগঞ্জের ৭নং করগাও ইউনিয়নের শেরপুর গ্রামে মামার বাড়িতে এসে পুকুরের পানিতে পরে তাকরিম নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৩ জানুয়ারী শনিবার সকাল প্রায় ১১ ঘটিকায় শেরপুর গ্রামে।পরিবার সূত্রে জানা যায় সহিদুল ইসলামের পুত্র তাকরিম মায়ের সাথে বাগেরহাট জেলা থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর গ্রামে শিশুটির মামা জাহাঙ্গীর আলমের বাড়িতে বেড়াতে আসে। শিশু তাকরিম বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পরিবারের অগোচরে অসাবধান বসত পাশের পুকুরে পরে যায়।পরিবারের লোকজন তাকরিমকে না পয়ে অনেক কোজা কোজি পর এক পরযায় পাশের পুকুরে দেখতে পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুনায়েম মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘঠনাস্হলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে ।