1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মীয় অনুশাসন মেনে চললে কেউ অপরাধ করতে পারে না নবীগঞ্জে ঠাকু অনুকূল চন্দ্রের জন্মোৎসবে এসপিআর কালী চরন মন্ডল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা । সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক এর মতবিনিময় চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত-৫ চন্দনাইশ হাশিমপুরে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণ-সংযোগ ৭২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কার স্বার্থে চন্দনাইশ বরুমতি খালের উপর ৩ সেতু আছে সংযোগ সড়ক নেই ৬৫ জন নারী কর্মী পেল ৬৭ লক্ষ ২০ হাজার টাকা  চন্দনাইশে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয় ও সনদ বিতরণ  পশ্চিম সুলতানপুর স্কুলে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত চন্দনাইশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন চেয়ারম্যান

ধর্মীয় অনুশাসন মেনে চললে কেউ অপরাধ করতে পারে না নবীগঞ্জে ঠাকু অনুকূল চন্দ্রের জন্মোৎসবে এসপিআর কালী চরন মন্ডল

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৭ বার

নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি

ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে কেউ অপরাধ করতে পারে না। ধর্মীয় আদর্শ মেনে চলতে প্রত্যেক ধর্মেই বলা আছে। কিন্তু আমরা তা অনুসরন করিনা বলেই সমাজে এত অশান্তি। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসবের ধর্ম সভায় উপরোক্ত কথাগুলো বলেন, সাতক্ষিরার এসপিআর কালী চরন মন্ডল। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে শুক্রবার বিকালে শুরু হয়ে শনিবার রাতে শেষ হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান। সৎসঙ্গ বাংলাদেশের প্রচারক এসপিআর নিরঞ্জন গন্দ নেপালের সভাপতিত্বে এবং শিক্ষক সুবিনয় পুকায়াস্থ এবং নবীগঞ্জ উপজেলা শাখা সৎসঙ্গের সাধারন সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে বিশেষ
অতিথি ছিলেন,এসপিআর আশোতোষ দাস,এসপিার গুনসিন্ধু চক্রবর্ত্তী,সুকুমার দাস,রতন দেব,নিশিকান্ত দাস,নিখিল সুত্রধর, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ টৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস এড গতি গোবিন্দ দাশ,উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু,এড অর্জুন রায়,যাজক করুনাময় দেব,আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর প্রমূখ। বক্তব্য রাখেন উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,পৌর কাউন্সিলর যুবরাজ গোপ সৎসঙ্গের সহ সভাপতি রশময় শীল।উপস্থিত ছিলেন,অধ্যক্ষ তনুজ রায়,ইউনিয়ন আওয়ামী
লীগের সাধারন সম্পাদক শৈলেন কুমার দাশ, উপজেলা সৎসঙ্গের সহসভাপতি শিক্ষক নিখিল সুত্রধর,বিধু ভূষন গোপ,শিক্ষক সুব্রত দাশ,রতিশ দাশ,নরেশ দাশ,অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অনজন,সজল দেব,রিন্টু দাশ,সলিল বরন দাশ, দিপন দাশ,নয়ন দাশ,জয়হরি দেব,হৃদয় শীল,বিপুল দাশ,বিজিত দেব,গোপেন্দ্র শীল,রিনা সরকার,লীলা সরকার,অনিক সরকার, আনন্দ নিকেতনের সভাপতি দেবুল ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক পলাশ বনিক,শৈলেশ দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানমালার মধ্যে ছিল শনিবার সকাল ৭.৩৫ মিনিটে ১৩৬ তম জন্মলগ্ন ঘোষনা,সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা,১০ টায় সনাতন সমাজ কল্যান সংস্থার সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিপুল চক্রবর্ত্তীর পরিচালনায বস্ত্র বিতরন,১২ টায় বেনু মাধন তালুকদারের পরিবেশনায় লীলা সংকীর্তন,ধর্মসভা,চিত্রাংকনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, রাত ৮ টায় উৎসব কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী তৃষা দাশ,টেলিভিশন শিল্পী মিতালী,আধ্যাত্বিক শির্পী বিমলেন্দু দাশ বিপ্রেশ,নির্জরা দাশ,তন্বী দাশ,নরেশ দাশ,প্রদীপ দাশ,শুভশ্রী পাল সেজুতিসহ অন্যান্য শির্পীবৃন্দ। অনুষবটানে আনন্দ নিকতেনর নৃত্য প্রশিক্ষক প্রবীর শীলের দিকনির্দেশনায় ৪ টি নৃত্য ছিল সবচেয়ে আর্কষনীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম