1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মো:জাকির হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশাল বহর নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন আক্তার হোসাইন মাগুরা সদরে রানা আমীর ওসমান শ্রীপুরে শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত তিতাসে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন ইরানে মাছ বৃষ্টি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম! ঠাকুরগাঁওয়ে হরিপুরে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে মোটরসাইকেল মার্কায় বিজয়ী হয়েছেন- পুষ্প,ঊ রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজলো পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সফিকুল ও ভাইস চেয়ারম্যান মোমিনুল ভোটে নির্বাচিত হয়েছেন আলোচিত হত্যা মামলা চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আসার নির্দেশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ায় ১ জন যুবক আটক

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মো:জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৩ বার

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে প্রতিষ্ঠান চত্বরে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন সরকার, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক এমপি, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান মরহুম আমজাদ হোসেন সরকারের সহধর্মিণী হানিফা খাতুন ও ছেলে রিয়াদ আরফান সরকার রানা, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ ডা. আলহাজ্ব শরিফুল আলম চৌধুরী, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল।

পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাবিবুর রহমান, দৈনিক প্রথম আলোর সাংবাদিক এম আর আলম ঝন্টু, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক নাসরীন সুলতানা ও নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার আনোয়ার হোসেন, জাপার কেন্দ্রীয় সদস্য রাকিব খান ও উপজেলা সদস্য সচিব আলতাফ হোসেন।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রীতি ভোজের পর প্রতিষ্ঠানের মেয়েদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কর্মচারী, সুধীজনসহ সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির উন্নয়নে একটি শহীদ মিনার ও একটি বহুতল ভবন নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে মেয়েদের শিক্ষার মান বাড়াতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দের হুল্লোড় উঠে। তারা এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম