বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রতিষ্ঠানের সাবেক বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক মামলার বাদী। অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে মানহানি, হয়রানি, শান্তি ভঙ্গের প্ররোচনা, উস্কানি, অপরাধমূলক হুমকি ও ভীতি প্রদর্শন করেছেন। মামলাটি দায়ের হয়েছে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০৪/৫০৫/৫০৬/১০৯/৩৪/১২০ (খ) ধারায়।
বাদীর আইনজীবী তৌফিক শাহরিয়ার খান জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হলে বিচারক মো: জাকির হোসাইন অভিযোগ আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধির ২০২ ধারায় তদন্তের নির্দেশ দেন। আদালত সিআইডিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন। প্রতিবেদন জমা দেয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন।
মামলায় আসামি করা হয়েছে—মাহবুব মোর্শেদ (এমডি), মো: ফজলুল হক (ব্যবস্থাপনা সম্পাদক), মোরশেদুর রহমান (প্রধান বার্তা সম্পাদক), মোহাম্মদ আলী খান (প্রধান প্রশাসনিক কর্মকর্তা), মোশতাক আহমেদ (সভাপতি, বাসস কর্মচারী ইউনিয়ন) ও মতিউর রহমান তালুকদার (সভাপতি, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন)।
শ্যা/বা/তা/বা