কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এর সাথে উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
রবিবার (০১ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ মনোনীত কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম ডি মুজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নোমান রাজ, দপ্তর সম্পাদক সরোয়ার আলম মোল্লা, প্রচার সম্পাদক মো. কাউছার নিজামী, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক মো. মনির হোসেন, জিয়া, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল হক, শুভপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জিয়া, ঘোলপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. মীর হোসেন মনির, বাতিসা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।