সুশীল ফোরাম ২৪ গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন—এ ঘটনায় সুশীল ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক) এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক এক যৌথ বিবৃতিতে বলেন— “একজন নির্বাচনী প্রার্থীকে প্রকাশ্যে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো দেশের গণতান্ত্রিক ধারার জন্য এক অশুভ সংকেত। নির্বাচনী মাঠে এমন ন্যক্কারজনক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।” বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন— “নির্বাচনকে ঘিরে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় দিবালোকে গুলিবর্ষণের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকে প্রকাশ করে। আমরা দ্রুততম সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।” সুশীল ফোরাম আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতা কামনা করে আরও উল্লেখ করে— “গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা নিতে হবে।” সুশীল ফোরাম