দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর পূর্ব পাড়া জনদরদী ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রসুলপুর পূর্ব পাড়া সাহেব আলী বেপারী বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মাঠজুড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়ানুরাগী দর্শকরা।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম কাদের সরকার, সভাপতি, বাংলাদেশ রেজভীয়া তালিমুল সুন্নাহ্ বোর্ড ফাউন্ডেশন, দেবিদ্বার উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাশেম সরকার। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম (সোহাগ চৌধুরী) এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীমা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সরকার ও ব্যাংকার মোঃ সাদেকুর রহমান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা (সাদ্দাম), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা। বিশেষ আকর্ষণ ছিলেন মোঃ মোশারফ হোসেন, উপজেলা যুব শক্তি। অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এপলো।
উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী শাহীন আলম সরকার মেগা ফাইনাল ম্যাচে উপস্থিত সকল ক্রীড়ানুরাগী দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় এলাকার বিশিষ্টজন, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম কাদের সরকার বলেন— “যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি জনদরদী ক্লাবকে ধন্যবাদ জানাই এমন সুন্দর ও সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।”
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।