1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক বুজুর্গের কান্না - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এক বুজুর্গের কান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৭৮ বার

♦ এক বুযুর্গ কোনো এক দোকানে কিছু পন্য
কিনতে গেলেন। পণ্য খরীদ করার পর যখন তিনি
দোকানি কে টাকা দিলেন তখন দোকানি
টাকাটা হাতে নিয়ে পরখ করতে লাগলো।

কিছু সময় পর বললো বাবা!!! এটা জাল নোট।
এটা অচল। দোকানির বক্তব্য শুনে বুযুর্গ
হাউমাউ করে কাঁদতে লাগলেন।

দোকানদার বললো, আপনি কাঁদবেন না। আমি
আপনাকে বিনে পয়সায় পণ্য দেবো।

– না না!! আমার পণ্যের প্রয়োজন নেই।
তিনি কেঁদেই চললেন। আশে-পাশে লোকজন
জড়ো হয়ে গেলো।

ভীড় ঠেলে একজন সামনে এসে বললো,
বাবাজী!!! এতো কাঁদবেন না। সে যদি
আপনাকে পণ্য নাও দেয় তাহলে আমি নিজের
টাকা দিয়ে আপনাকে
পণ্য কিনে দেবো। আপনি কান্না বন্ধ করে পণ্য
নিয়ে যান।

উত্তরে তিনি বললেন, বাবা!!
পণ্য নিতে না পেরে আমি কাঁদছি না।
আমিতো এই জন্য কাঁদছি যে, আমি
ভেবেছিলাম, আমার কাছে কিছু টাকা আছে ।
আমি সেগুলোকে খাঁটি মনে করেছিলাম।

কিন্তু আমি যখন সেই টাকা দোকানদারের
কাছে আনলাম, দোকানদার তা পরীক্ষা করে
বললো, এটা জাল টাকা। তখন আমার ভাবনা
এলো,
হায় হায়!!! আমি তো পৃথিবীতে যে আমল করছি
তাকে খাঁটি মনে করছি।

আত্মতৃপ্তিবোধ করছি আমার
ভাণ্ডারেও বেশ আমল আছে। হাশরের মাঠে
যদি আল্লাহ আমাকে বলেন, ও বান্দা!! তুমি
যতো আমল সাথে এনেছো তার সব ভেজাল!! সব
ভেজাল!! তাহলে আমার কী হবে?

পৃথিবীতে তো আমি অন্য টাকা দিয়ে পণ্য
কিনতে পারবো। কিন্তু আখেরাতে তো অন্য
আমল নেয়ারও সুযোগ পাবো না। একথা ভেবেই
আমার কান্না চলে এলো। লোকেরাও তার
কথা শুনে চিন্তিত হলো।

মাঝে-মাঝে মনে ভাবনা জাগে। এইযে টুটা-
ফাটা আমল আমরা দৈনন্দিন করছি সেগুলো সব
গৃহীত হবে তো প্রভুর দরবারে?

আমাদের নামায?
রোজা?সব? নাকি আকাশে ওঠার আগেই
আমাদের নাকে-মুখে নিক্ষেপ করা হচ্ছে দলা
পাকিয়ে?

নিষ্কৃতি পাবো তো তাঁর দরবারে? কাল
হাসরে? ভাবলে খুব ভয় হয়।
আমাদের আমল গুলো সুন্নাতে নবীর সাথে
মিলছে তো?

হে প্রভু! আমাদেরকে নির্ভেজাল আমল করার
তৌফিক দান করো। আমিন ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net