1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক বুজুর্গের কান্না - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ মে ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন কে পূর্ণ সদস্যপদে সমর্থন ব্রাজিল ফুটবল দলের কোপা আমেরিকায় ২৩ সদস্যের ফুটবলারের নাম ঘোষণা কোন নির্বাচনকে ছোট করে দেখা যাবে না- ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে বলেন– জেলা প্রশাসক মাহবুবুর রহমান জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়া জন্য ফিলিস্তিনের প্রস্তাবে আবারও ভোট শুরু  হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ে ইটভাটার ধোঁয়ায় ঝলসে গেছে ৬০ একর বোরো ধান ক্ষেত কুবির দেয়ালে দেয়ালে ঝুলছে উপাচার্যের হামলার  এ বছর ২৮৩ যাত্রী নিয়ে হজের উদ্দ্যেশে  প্রথম ফ্লাইট সৌদিতে চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০ আটক- ৪ বাড়িঘর ভাংচুর,এলাকায় চরম উত্তেজনা!

এক বুজুর্গের কান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭৪ বার

♦ এক বুযুর্গ কোনো এক দোকানে কিছু পন্য
কিনতে গেলেন। পণ্য খরীদ করার পর যখন তিনি
দোকানি কে টাকা দিলেন তখন দোকানি
টাকাটা হাতে নিয়ে পরখ করতে লাগলো।

কিছু সময় পর বললো বাবা!!! এটা জাল নোট।
এটা অচল। দোকানির বক্তব্য শুনে বুযুর্গ
হাউমাউ করে কাঁদতে লাগলেন।

দোকানদার বললো, আপনি কাঁদবেন না। আমি
আপনাকে বিনে পয়সায় পণ্য দেবো।

– না না!! আমার পণ্যের প্রয়োজন নেই।
তিনি কেঁদেই চললেন। আশে-পাশে লোকজন
জড়ো হয়ে গেলো।

ভীড় ঠেলে একজন সামনে এসে বললো,
বাবাজী!!! এতো কাঁদবেন না। সে যদি
আপনাকে পণ্য নাও দেয় তাহলে আমি নিজের
টাকা দিয়ে আপনাকে
পণ্য কিনে দেবো। আপনি কান্না বন্ধ করে পণ্য
নিয়ে যান।

উত্তরে তিনি বললেন, বাবা!!
পণ্য নিতে না পেরে আমি কাঁদছি না।
আমিতো এই জন্য কাঁদছি যে, আমি
ভেবেছিলাম, আমার কাছে কিছু টাকা আছে ।
আমি সেগুলোকে খাঁটি মনে করেছিলাম।

কিন্তু আমি যখন সেই টাকা দোকানদারের
কাছে আনলাম, দোকানদার তা পরীক্ষা করে
বললো, এটা জাল টাকা। তখন আমার ভাবনা
এলো,
হায় হায়!!! আমি তো পৃথিবীতে যে আমল করছি
তাকে খাঁটি মনে করছি।

আত্মতৃপ্তিবোধ করছি আমার
ভাণ্ডারেও বেশ আমল আছে। হাশরের মাঠে
যদি আল্লাহ আমাকে বলেন, ও বান্দা!! তুমি
যতো আমল সাথে এনেছো তার সব ভেজাল!! সব
ভেজাল!! তাহলে আমার কী হবে?

পৃথিবীতে তো আমি অন্য টাকা দিয়ে পণ্য
কিনতে পারবো। কিন্তু আখেরাতে তো অন্য
আমল নেয়ারও সুযোগ পাবো না। একথা ভেবেই
আমার কান্না চলে এলো। লোকেরাও তার
কথা শুনে চিন্তিত হলো।

মাঝে-মাঝে মনে ভাবনা জাগে। এইযে টুটা-
ফাটা আমল আমরা দৈনন্দিন করছি সেগুলো সব
গৃহীত হবে তো প্রভুর দরবারে?

আমাদের নামায?
রোজা?সব? নাকি আকাশে ওঠার আগেই
আমাদের নাকে-মুখে নিক্ষেপ করা হচ্ছে দলা
পাকিয়ে?

নিষ্কৃতি পাবো তো তাঁর দরবারে? কাল
হাসরে? ভাবলে খুব ভয় হয়।
আমাদের আমল গুলো সুন্নাতে নবীর সাথে
মিলছে তো?

হে প্রভু! আমাদেরকে নির্ভেজাল আমল করার
তৌফিক দান করো। আমিন ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম