মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় স্মরণসভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসির ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে মধুবাগ এলাকায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল। তিনি ওই আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মনিবুর রহমান মোল্লা মনির, ডেমরা সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান প্রমূখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে গণভোজের আয়োজন করা হয়।
প্রধান আতিথি মশিউর রহমান মোল্লা সজল বলেন, বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার আদর্শকে লালন করে আমার মরহুম বাবা প্রয়াত সংসদ সদস্য (ঢাকা-৫ আসন) হাবিবুর রহমান মোল্লা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ওই ধারাবাহিকা বজায় রাখতে আমিও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ঢাকা-৫ আসনের মানুষের ক্ষতি নয় বরং উপকারে অংশীদার হওয়ার সুযোগ চাই। এ সময় তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।