স্টাফ রিপোর্টার খ.ম. নাজাকাত হোসেন সবুজ।
ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে ইসমাইল শেখ (১৮মাসের) নামের এক শিশুপুত্রের করুন মুত্যু হয়েছে। রবিবার সকালে পিলজংগ ইউনিয়নের বলায়ের দোকান নামক স্থানে এঘটনা ঘটেছে। শিশুটি উক্ত গ্রামের ইব্রাহিম শেখের পুত্র।
স্থানীয়রা জানান, খেলার ছলে ওই শিশুপুত্র বাড়ির পাশের্^ তার কাকা আদিলের বাড়িতে খেলা করতে যায়। এসময় সে খেলার ছলে পাশর্^বতী পুকুরের পানিতে পড়ে গিয়ে মুত্যু বরন করে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।