আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে প্রবাস ফেরত এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাঁর নাম মো: মুসলিম উদ্দিন (৩৪)। তিনি উপজেলার দক্ষিন রাজানগর ইউনিয়নের রাজাভূবন সফিউল আলমের ছেলে। সম্প্রীতি তিনি ওমান থেকে ছুটিতে দেশে এসেছিলেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিন রাজানগর রাজাভূবন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সুত্র জানায়, কিছুদিন পূর্বে স্থানীয় সন্ত্রাসী কানা সালাম ও আলমগীর বাহিনী প্রবাসী মুসলিমের নিকট চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে মৃত্যুর হুমকি দেয়।
প্রবাসী মুহাম্মদ মুসলিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় ০৩-০৮-২০ তারিখে জিডি করার কারণে তাকে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ আহতের পরিবারের। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় কিছু লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বুকে ও হাতে তাকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।
এই ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।