স্টাফ রিপোটার লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ইংরেজি প্রভাষক মোঃ নুরুজ্জামানের সাটিফিকেট ও শিক্ষক নিবন্ধন জাল থাকার অভিযোগে তাকে মডেল কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। কলেজ কতৃকপক্ষ তাকে কিছু দিনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছিলেন। কিন্ত ঢাকা কুইন্স ইউনিভারসিটি থেকে অনাসঁ পাশ ও এনটিঅারসিএ (শিক্ষক নিবন্ধন) সাটিফিকেট জাল ও কলেজ ফান্ডের প্রায় ৫ লাখ টাকা অাত্নসাত এবং কলেজের মৃল্যবান ফাইলপএ গায়েফ করার অভিযোগে কলেজের ম্যানেজিং কমিটি প্রভাষক মোঃ নুরুজ্জামান কে বরখাস্ত করেছেন। অনাসঁ পাশ জাল সাটিফিকেট ও জাল শিক্ষক নিবন্ধনধারী ওই প্রভাষক একটি বিশেষ মহলের সহযোগীতায় পৃনরায় হাতিবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পায়তারা চালিয়ে অাসছেন। এমন ঘটনায় প্রতিষ্টানের শিক্ষক/কমঁচারীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে কোন সময় মারা-মারীর অাশংকা রয়েছে বলে এলাকাবাসী ও অভিভাবক মহল জানান।