সেলিম উদ্দীন,কক্সবাজার।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষিত হয়েছে।
জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনারের যৌথ সাক্ষরে ৯ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে মোহাম্মদ নাছির উদ্দিন (পৌরসভা) সভাপতি, মুসলেম উদ্দিন মোস্তাক সিনিয়র সহ সভাপতি, নাজেম উদ্দিন সহ সভাপতি, রফিকুল ইসলাম রফিক (লক্ষ্যারচর) সাধারণ সম্পাদক, মোঃ বেলাল উদ্দিন (কাকারা), আনোয়ার হোসেন (পহরচাঁদা) যুগ্ম সম্পাদক এবং সাহাব উদ্দিন লালটু (পৌরসভা), মোঃ নাজিম উদ্দিন (ফাঁসিয়াখালী), জামাল উদ্দিনকে (খুটাখালী) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটি প্রসঙ্গে জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনসহ দলীয় সকল কার্যক্রমে চকরিয়া উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা অবদান রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।
এদিকে খুটাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দীনকে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করায় তিনি জেলা- উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও খুটাখালী ইউনিয়ন বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।