গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জে ট্রাকের চাপায় এখলাস বিশ্বাস (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রাজু আহম্মেদ জানান, ভ্যান চালক এখলাস ভ্যান নিয়ে জেলা শহর থেকে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এখলাসের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ভ্যান চালক এখলাস বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামের আকব্বর বিশ্বাসের ছেলে।