1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির মহৎ উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির মহৎ উদ্যোগ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮০ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেনীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরন সহ যাবতীয় কাজে সার্বিক সহযোগীতা করে সুনাম অর্জন করেছে। এলাকাবাসী তাদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ১৩ (সেপ্টম্বর) রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত হক কমিটির ১২ সদস্যর পরিশ্রমিক কর্মদক্ষ সদস্যগন একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য ও ফর্ম পূরণে সহয়তা প্রদান করেন। এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্টানের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা হক কমিটির সময়পযোগী উদ্যোগের প্রশংসা করেন।

এদিকে কলেজ পরিচালনা কমিটির সদস্য রাজনীতিক এস এম বাবর বলেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কলেজ শাখার এই রকম উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তাঁর মতে প্রাক্তন শিক্ষার্থীরা নবাগতদের সহয়তা করতে এগিয়ে আসাটাই নবীন প্রবীনের মধ্য সেতু বন্ধন তৈরীর মত হয়ে থাকবে এবং কলেজ জীবনের যত আনন্দ রয়েছে তার মধ্য ভর্তি সহায়তা এটিও অন্যতম হয়ে থাকবে। মাইজভান্ডারী একাডেমির সদস্য ও যুবলীগ নেতা মনসুর আলম বলেন, হক কমিটির এ ভাল উদ্যোগের কারণে এলাকার নতুন ভর্তিকৃত শিক্ষার্থীগনের অনেক উপকার হল।মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি হলদিয়া সর্তারকুল দায়রা শাখার সভাপতি মামুন মিয়া বলেন, নতুন এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের ফর্ম পূরণে যে ভয়ভীতি কাজ করতো তা আর হবেনা, পাশাপাশি ফর্ম পূরণে ভুল হওয়ার প্রবনতা থাকবেনা।ভর্তি হতে আসা নবাগত কয়েকজন শিক্ষার্থী বলেন, আসার সময় আমরা কিছুটা ইতস্ততায় ছিলাম যে, কিভাবে ফর্ম পূরণ করবো, কিভাবে লিখবো ইত্যাদি, কিন্তু ভর্তি হতে এসে হক কমিটির সদস্যদের সহয়তায় ভালভাবে ফর্ম পূরণ করতে পেরে ভাল লেগেছে আমাদের। হক কমিটি কলেজ শাখার সভাপতি নুরুল হাসনাত বাবু ও সাধারণ সম্পাদক জাহেদ হাসান জানান, আমরা নবাগত ভাইদের সহযোগীতা করতে এ উদ্যোগ গ্রহন করেছি।

উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশে শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয় ১৩ই সেপ্টেম্বর রবিবার সকাল হতে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।বিশেষ করে উত্তর রাউজান ও দক্ষিণ ফটিকছড়ির শিক্ষার্থীদের জন্য হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজে নতুন শিক্ষাবর্ষে ১৬৮ জন শিক্ষার্থী তাদের ভর্তি নিশ্চায়ন করেছেন। এদিকে কলেজ অফিস সূত্রে জানাগেছে, বিজ্ঞান বিভাগে ৫০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১’শ জন ও মানবিক বিভাগে ১’শ ৫০ জনের জন্য আসন বরাদ্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net