গোপালগঞ্জ প্রতিনিধি,
করোনা কালীন পরিস্থিতিতে গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুর ২ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি সাংবাদিকদের মাঝে এ চেক বিতরণ করেন। জেলায় মোট ৩৫ জন সাংবাদিককে ১০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক ট্রাস্টের আয়োজনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুুলাহ আল-মাসুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
এরআগে বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।