মোঃ সাইফুল্লাহ:
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে খালা বাড়িতে বেড়াতে এসে সুরাইয়া (২) নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত সুরাইয়া শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন অসাবধানতার কারণে শিশুটি পানিতে ডুবে মারা গেছে,এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে হয়েছে, মামলা নং ৫৪ তারিখ ১৭/৯/২০২০ ইংরেজি। শিশু সুরাইয়া মৃত্যুতে তারা খালা বাড়ি ও দাদা বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।