গাইবান্ধা প্রতিনিধি
কাজ-খাদ্য ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়ক বীরেন চন্দ্র শীল, জাহেদুল হক, চপল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, একদিকে ক্ষেতমজুর-দিনমজুরদের কাজ নেই এবং করোনায় ছাঁটাই হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক। এইসব বেকার মানুষদের হাতে কোন টাকা নেই, অন্যদিকে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। বক্তারা এই পরিস্থিতিতে অবিলম্বে শ্রমজীবিদের জন্য প্রতিদিনের কাজ, করোনায় ছাঁটাইকৃত ও বেকারদের চাকুরীতে নিয়োগ করাসহ গ্রাম-শহরের হাটে-বাজারে সরকারি উদ্যোগে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহের দাবি জানান। তারা সরকারি পাটকল ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র বাতিল করে অবিলম্বে বন্ধ পাটকল খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা স্বাস্থ্য সেক্টরের অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধে কার্যকর সরকারি উদ্যোগ এবং বিনা টাকায় করোনা রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা নিশ্চিত করারও দাবী জানান। বক্তারা আরও বলেন, ছাত্র/ছাত্রীদের এক বছরের বেতন-ফি মওকুফ করাসহ বেসরকারি-ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি উদ্যোগে পরিশোধ করার দাবি জানান।