শামীমুর রহমান, নাঙ্গলকোট
আজ কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের মেটুয়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গ্রামের প্রতিটি মসজিদের নিজস্ব এরিয়ায়, মসজিদভিত্তিক শতাধিক কাঠ, ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে কর্মসূচি পালিত হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সভাপতি আব্দুল বাতেন, সমাজকল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মাওলানা বিলাল হোসেন’সহ গ্রামের বিশিষ্ট মুরুব্বিগণ ও পরিষদের কার্যনির্বাহী সদস্য বৃন্দ।
এই কর্মসূচি সুন্দরভাবে সফল করার জন্য মেটুয়া সমাজকল্যাণ পরিষদের সকল কার্যনির্বাহী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সমাজকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী।
এসময় তিনি আগামীতেও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় থাকবে মেটুয়া সমাজকল্যাণ পরিষদ এই আশা ব্যক্ত করেন।