1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁও পৌরসভা মাদকমুক্ত করার ঘোষণা দিলেন এমপি খোকা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

সোনারগাঁও পৌরসভা মাদকমুক্ত করার ঘোষণা দিলেন এমপি খোকা

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১১৩ বার

নারায়ণগঞ্জ- ৩, সোনারগাঁয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এই ঘোষণা দিয়ে বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে মাদক ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন।

বৃহস্পতিবার সোনারগাঁও পৌরসভার খাঁন বাজার এলাকায় পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের আওতায় পাইপলাইন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি আশা করি এরপর থেকে মাদকের জন্য কোন ছেলের মা যেন বলতে না পারে মাদকের জন্য আমার ছেলের সবকিছু শেষ হয়ে গেলো। কোন বাবা যেন বলতে না পারে মাদকের জন্য আমার জীবনের সকল পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। প্রয়োজনে হলে আমি পৌরবাসীকে একত্রিত করে লাঠি হাতে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নামবো যেখানে মাদক ব্যবসায়ী পাবো সেথানে পিটিয়ে পুলিশে সোর্পদ করবো।পৌরসভার প্রতিটি স্থানে ফেস্টুন ব্যানার লাগিয়ে মাদক ব্যবসায়ীদের ছবি টানিয়ে দিবো। যাতে সমাজের মানুষ তাদের দেখে ঘৃনা করে থুথু ফেলে। মাদক ব্যবসায়ীরা সমাজে যাতে মুখ দেখাতে না পারে তার জন্য যা যা করা দরকার তাই করবো।

এসময় তিনি প্রধানমন্ত্রীর কথা তুলে ধরে বলেন আমার মাতৃতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে জীরো ট্রলারেন্স ঘোষনা করেছেন। তিনি বলেছেন মাদক ব্যবসায়ী তোমার পরিবারের হোক তাদের ছাড় দিবা না। আমি পৌরসভার একজন অভিভাবক হিসেবে বলবো কাল থেকে মাদক সেবন ও বিক্রি বন্ধ করো। নয়তো রেহাই নেই।

এসময় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম