সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের তালতল এলাকায় রাইসা শপিং সেন্টারের ২য় তলায় ৩ ডিসেম্বর বুধবার বেলা ৩ ঘটিকার সময় এই রেস্টুরেন্ট এর শুভ উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমিলাইষের বিশিষ্ট সমাজসেবক হেফাজতুর রহমান, নলুয়ার আওয়ামীগের সহ সভাপতি আজম সেলিম, রাজবাড়ী সুইটস এর মালিক মো. ইউছু্ফ সও:, ডাইরেক্টর মো. আয়ুব, রাইশা শপিং সেন্টারের মালিক ওমর ফারুক মাহি ও আবু হানিফ।
রিয়াজউদ্দীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছ হোসেন সও:, দোহাজারীর বিশিষ্ট ব্যবসায়ী মো.এনাম, ব্যবসায়ী মো.ছগির কোম্পানি, ব্যবসায়ী মো. এনামুল হক, নলুয়ার যুবলীগ নেতা রেজাউল করিম সুজন, যুবলীগ নেতা এমডি রহমত,সৌদি প্রবাসী মফিজ উদ্দীন, পূর্বডলু ওয়ার্ড যুবলীগ নেতা ইউছুফসহ স্থানীয়নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।