কে এম ইউছুফ :
হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে মো. এরশাদ আলীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য হাটহাজারী T-10 ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় শক্তিশালী চট্টগ্রাম বাকলিয়া সুর্য্য তরুণ সংঘ কে পরাজিত করে ফটিকা সৌরভ একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সৌরভ একাদশের ছোটন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। তার হাতে ট্রফি তুলে দেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্কার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, সাথে রয়েছেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক এম এ সালাম, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. মিরাজ সহ কমিটির সদস্যবৃন্দ।