সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সীতাকুণ্ডে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যনারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১১ ডিসেম্বর বিকালে সীতাকুণ্ড পৌরসদরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেত্রী সুরাইয়া বাঁকের এর সভাপতিত্বে এবং খেলাঘর’র সাধারণ সম্পাদক সুজিত পাল ও রেডিও সাগর গিরি’র স্টেশন ম্যনেজার,সাংবাদিক সঞ্জয় চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধরী, যুগ্ন সম্পাদক মোঃ নাছির উদ্দিন অনিক,আওয়ামী লীগ নেতা ভূঁইয়া সামি আল মুজতবা শুভ,আতাউল হাকিম আরিফ,শিক্ষক মোঃ টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী,সাংস্কৃতিক জোট নেতা তপন মজুমদার, বিজয় চন্দ্র রায়,অমর শীল, মুন্নি সেন সহ প্রমূখ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সীতাকুণ্ডে অবস্থিত বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন।