মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।
শনিবার (১২ ডিসেম্বার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এ ধরনের সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। এ দেশের মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। কিন্তু সম্প্রতি এক শ্রেণি লোকেরা বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাষ্কর্য ভাংচুর করে। যা কোনো মতে গ্রহণ যোগ্য নয়। তাই দেশের সর্বোস্তরের মানুষ একত্রিত হয়ে ভাস্কর্য রক্ষা করার দায়িত্ব নিতে হবে।