কে এম ইউছুফ :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন হাটহাজারী উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী।
শনিবার (১২ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রধান ফটক সম্মুখে ‘জাতির পিতার সম্মান – রাখবো মোরা অম্লান’ শ্লোগানে তৈরী ব্যানার প্রদর্শনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের সকল সরকারী কর্মকর্তাগণ এতে অংশ নেন।
এতে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, এসিল্যান্ড শরীফ উল্লাহ্, গুমানমর্দন চেয়ারম্যান মুজিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সচিবগণ, স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা-কর্মচারী, ভূমি অফিস, কৃষি অফিস, বন বিভাগ, সড়ক ও জনপথ অফিস, বিদ্যুৎ বিভাগ, যুব উন্নয়ন অফিস, মহিলা কর্মকর্তার অফিস এবং অন্যান্য সরকারী অফিসের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন।