রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্দ্যোগে দিনাজপুরের বিরল উপজেলায় ফরক্কাবাদ ইউপি‘র অসহায় দরিদ্র দু:স্থ্য ও শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
১১ ডিসেম্বর শনিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির দেওয়ানজি দিঘী এতিমখানা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর শাখার আয়োজনে এবং জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে ফরক্কাবাদ ইউপি‘র বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র শীর্তাত মানুষ ও এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন এতিমখানা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষাথী মো: আব্দুল আহাদ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুর এর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্ষিয়ান নেতা ও বীরমুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মুখপাত্র ও সিনিয়র সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুয়েল,জনতা ব্যাংক লি:এরিয়া অফিস দিনাজপুরের সিনিয়র অফিসার সৌমেন্দ্র কুমার মহন্ত,সাবেক কাউন্সিলর ও ঢাকাস্থ দিনাজপুর সমিতির যুগ্ম সা:সম্পাদক হারুন অর রশিদ রাজা,ফরক্কাবাদ এতিমখানা ও সালাফিয়া মাদ্রাসা বিরলের কার্য্যনির্বাহী সদস্য মো: মানিক হোসেন,২নং ফরক্কাবাদ ইউপি আ:লীগের সভাপতি মো: আওয়াল আলী,মাদ্রাসা কমিটির কার্য্যনির্বাহী সদস্য মো: আমজাদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,ধর্মান্ধ গোষ্ঠির কিছু অপদার্থ নেতার ধর্মের দোহাই দিয়ে কোনো অপরাধই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার মেনে নেবে না। আল্লাহ এবং কোরআনের কথা বলে মাদ্রাসার এতিম বাচ্চাদের ভুল বুঝিয়ে অপরাধি বানানোর প্রবণতা বন্ধ করুন। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য বানানোর ক্ষেত্রে আপনারা প্রতিবন্ধকতা তৈরী করছেন কেন,আপনাদের সমস্যা কোথায়। ধর্মে কি আছে না আছে সেটি নিয়ে আপনাদের এতো বাড়াবাড়ি কেন । ধর্মকে নিজ গতিতে চলতে দিন একদিন মহান আল্লাহই সঠিক বিচার করবেন। আপনারা তো বিচারের মালিক নন তবে কেন এতো ধর্মীয় গোড়ামি করছেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে ও জনতা ব্যাংক লি:‘র সৌজন্যে আজ বিরলের ফরক্কাবাদ ইউপির এতিমখানা মাদ্রাসা ও বিভিন্ন গ্রামের ২ শতাধিক দরিদ্র শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন,ফরক্কাবাদ ইউপির ৫নং ওয়ার্ডের আ:লীগের সভাপতি মো: মাজেদুর রহমান,এতিমখানা সালাফিয়া মাদ্রাসা কমিটির মো: আবু সাঈদ, শিক্ষক ফারুক আজম,জয়ন্ত ঘোষ, আতিক, সিয়াম, রীনা, কিরন ও রিফাত প্রমুখ।