মো.ইকবাল হোসেন:
চট্টগ্রামে সাতকানিয়া সাংবাদিক ফোরামের উদ্দ্যেগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের কঠোর শাস্তি ও এ ঘটনার উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাতকানিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এসময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সর্বস্তরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
রবিবার ১৩ ডিসেম্বর বিকেলে সাতকানিয়া থানার সামনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতকানিয়া সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দিনের সভাপতিত্বে মো. তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন কচির। এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সাতকানিয়া সাংবাদিক সমাজ অতীতেও সোচ্চার ছিল এখনো সোচ্চার আছে। ভাস্কর্য বিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরূদ্ধে সারাদেশের মানুষ সোচ্চার হয়ে ওঠেছে। এদের কোন অপচেষ্টা দেশের মানুষ সফল হতে দেবেনা।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হামলা। এ হামলা বাঙ্গালী জাতি মেনে নিতে পারে না। বক্তারা আরও বলেন, এধরনের ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের এবং তাদের ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে আর কেউ এমন দু:সাহস না দেখায়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো.নাছির, শহিদুল ইসলাম,মো.ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, নুরুল আমিন, মন্জুরুল আলম,রিদুয়ানুুুল হক জিয়াবুল,রমজান আলী, গিয়াস উদ্দিন, রিদোয়ান সহ সর্বস্তরের জনসাধারণ।