কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার মাছ ধরার জাল, নৌকা এবং বিভিন্ন সরন্জামাদি জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
মিঠা পানীর মৎস্য অভয়ারণ্য হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট অংশে রোববার (১২ ডিসেম্বর) গভীর রাতে এ অভিযান চালান ইউএনও।
এসময় ইউএফডি এবং নিরাপত্তাবাহিনী সদস্যরা তাঁকে সহায়তা করেন। স্থানীয় সমাজ সেবক তারিকুল কালাম তুহিন সাথে ছিলেন।
উল্লেখ্য, মৎস্য অভয়ারণ্য হালদা নদী থেকে মা মাছ শিকার আইনতঃ নিষিদ্ধ হলেও রাতের আঁধারে অনেকে চুরি করে মাছ শিকারের চেষ্টা চালায়। তবে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারী এবং অভিযানের কারণে তুলনামূলক কমে আসছে এই প্রবণতা।