কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীনে সরকারের সাফল্য অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক গুমানমর্দ্দন ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ঘাসফুল অফিস চত্ত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন- চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. সাঈদ হাসান।
গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সরকারের বহুমূখী উন্নয়ন চিত্র তুলে ধরা হয় এবং উপকারভোগীগণের নিকট ভাতা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন- গ্রামীণ উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর যাবতীয় উদ্যোগের সুফল প্রত্যন্ত অখ্চলের জনগণ পাচ্ছে। এসবের প্রসার ঘটাতে সকল উপকারভোগীদের সহায়তা চান চেয়ারম্যান।