আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ির মানিকছড়িতে অসহায় হত-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সেনাবাহিনী।
বৃহস্প্রতিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে ইপিলিয়ন গ্রম্নপের সহায়তায় ২শতাধিক সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন বাংলাদেশ সেনাবাহীনি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী কাওসার জাহান পিএসসি,জি।
এসময় উপস্থিত ছিলেন মেজর সৈয়দ শফিউল ইসলাম মেরাজ পিএসসি, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ফয়সাল আহমেদ শুভ, বিএসপি, ইপিলিয়ন ফাউন্ডেশনের পক্ষে সেইলর এর চীফ অপারেটিং অফিসার মো. রেজাউল করিমসহ ইমার্জেন্সি রেস্পন্সের একটি দল। আরো উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যকন জয়নাল আবেদন, মানিকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক।