স্টাফ রিপোটার, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার অাশরাফপুর অাদঁশ বালিকা দাখিল মাদরাসায় অনিয়মের অাশ্রয় নিয়ে ২ জন কমঁচারী নিয়োগ দেয়ার ঘটনায় বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সদর উপজেলা অাদালত লালমনিরহাটে মামলা দায়ের করেন। ওই মাদরাসায় চাকুরী প্রাথীঁ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামের মোঃইয়াকুব অালীর ছেলে মোঃ মাইদুল ইসলাম। মামলা অন্য-১৫৯/২০২০। (অস্হায়ী নিষেধাজ্ঞা)। অাদালত মামলাটি অামলে নিয়ে মাদরাসার সুপার অাব্দুল মালেক মিয়া, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃমনসুর অালী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মহা পরিচালক মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা বরাবরে অস্হায়ী নিষেধাজ্ঞা ও কারন দশানোর শোকজ লেটার জারি করেছেন। জানা যায়,মাদরাসার সুপার সিন্ডিকেট করে কোন ২ টি পএিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। গোপন করে রেখে অনিয়মের মাধ্যমে তাদের মনোনিত প্রাথীঁদের পরীক্ষা নিয়ে গত ১৩ ডিসেম্বর নিয়োগ দেয়ার ঘটনায় অাদালতে মামলা হয়। মোঃ মাইদুল ইসলাম মাদরাসার নৈশপ্রহরী পদে যাতে অাবেদন করতে না পারে সেজন্য নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করে রাখছিল। এছাড়া এলাকার লোকজন জানেনা মাদরাসার নিয়োগ বিজ্ঞপ্তি কোন পএিকায় প্রকাশ হযেছে। পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিধিমোতাবেক নিয়োগদানের দাবি জানান,ভোক্তভোগী ও এলাকাবাসী। বৃহস্পতিবার শেষ বিকেলে নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার।