সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
শুক্রবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ও উপজেলা নির্বাহী অফিসার জনাব তাছলিমা আক্তার মহোদয়ের সদয় নির্দেশনামতে সহকারী কমিশনার ভূমি শাহ আলম মিয়া নেতৃত্বে
সদর উপজেলার কাঠাঁলিয়া ইউনিয়ন ০১ ওয়ার্ডের মৈশাদী এলাকায় উক্ত ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়।
সরেজমিনে দেখা যায়,তর্কিত ভূমি মূলত ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে সকলে ভোগদখলে থাকলেও চৌহদ্দি ও চলাচলের রাস্তা নিয়ে ওয়ারিশগণের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।
বর্তমান ভোগদখলকারীগণের ৩য় পূর্বসূরিদের সময় এ জটিলতার সৃষ্টি হয়।দিনে দিনে ওয়ারিশ বেড়েছে। বেড়েছে জমি ভাগাভাগির সংখ্যা। বেড়েছে পরিবারের সংখ্যাও। বৃহৎ প্লটের জমি এখন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র। উঠেছে ঠাসাঠাসি ঘর। নেই মাঠসমেত সেই বড় আঙিনা। এখন পরিবার ভিত্তিক যে আঙিনা আছে সেটা ব্যাটমিন্টনের এক কোর্টের চেয়ে ছোট বৈ বড় নয়( এ চিত্র এখন সবখানেই)। ফলে ঘর তুলতে গিয়ে চলাচলের রাস্তার কথা ভাবাও দুষ্কর। তাই পরিণতি চলাচলের রাস্তা সংকীর্ণ,কোথাও বা নেই।
অবশেষে সম্পত্তি ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছরের বিরোধের/জটিলতার নিরোসন করে ন্যায্যতা প্রতিষ্ঠিত করা হয়। বন্ধ করা রাস্তার বেরিকেড সরিয়ে চলাচলের জন্য খুলে দেয়া হয়।
সকলপক্ষের শুনানি গ্রহণ ও সরেজমিনে পরিদর্শন পূর্বক নালিশা ভূমি মাপজোক করা হয় এবং সকল পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব হোসেন মুকুলকে নিজের জমিতে বিকল্প রাস্তা নির্মাণের ব্যবস্থা নেয়ার জন্য।
ভূমি বিরোধ নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।