তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা ও ৩০ জন কৃতিশিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’।
সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘মাদক ও নারী নির্যাতন বিরোধী’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী সজীব।
আসাদুজ্জামান সরকার ও তন্ময় শেখ রাজনের সঞ্চালনায় বক্তব্য দেন করিমগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু ছায়েদ সরকার, মুক্তিযোদ্ধা মো. ইকবাল, মুক্তিযোদ্ধা রুস্তুম আলী প্রমুখ।
এর আগে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ ও সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়। এতে সুধীমহল ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।