1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আব্বার সাথে জীবনের শেষ দিনের স্মৃতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-১০ আজ ভয়াল ২৯ এপ্রিল! ৩৩ কিলোমিটার বেড়ীবাঁধে ২৬ স্থানে ফাটল, দূর্যোগ আতংকে বাঁশখালী উপকূলবাসী ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু

আব্বার সাথে জীবনের শেষ দিনের স্মৃতি

মুফতিয়ে আযম আব্দুচ্ছালাম চাটগামীর ইন্তেকাল নিয়ে তৎপুত্র ইসমাঈলের নিবন্ধ

সম্পাদকীয়
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৫ বার

আব্বা অন্যান্য দিনের মতোই মঙ্গলবার (৭সেপ্টম্বর) সুস্থ স্বাভাবিক ছিলেন। নাজিরহাট মাদরাসায় সেদিন শূরার বৈঠক ছিলো।
আব্বা ঐ শুরায় অংশ নিয়েছিলেন। সাথে আমি সহ আরো দু’জন সহকারি ছিলো। সেখান থেকে যোহরের পর যখন হাটহাজারিতে ফিরে আসি তখনও আব্বু সুস্থ। মাদরাসায় পৌঁছে আব্বু আছর পর্যন্ত বিশ্রাম নিলেন। বাদ আছর যথারীতি রুমে বসলেন এবং সাক্ষাৎপ্রার্থী ওলামা, তলাবা, ফুযালাদের সাথে কথা বললেন। মাগরিবের পর একটু ক্লান্তি বোধ হলে আধা ঘন্টা শুয়ে থাকলেন। এরপর জামেয়ার কয়েকজন উস্তায এসে আব্বার সাথে দেখা করে গেলেন। তারপর প্রতিদিনের নিয়ম অনুযায়ী খানাপিনা করলেন। রাত ১১ টার দিকে আমাকে ডেকে স্বাভাবিকভাবে কথা বার্তা বললেন। তখনও আমি আব্বার মাঝে মৃত্যুপথ যাত্রী হিসেবে কোনো আলামত দেখতে পাইনি।

অতপর আমাকে বসিয়ে ইস্তেফানামা লিখালেন। সে ইস্তেফানামাতে আব্বাকে সকল যিম্মাদারি থেকে ফারেগ করে শুধুমাত্র ফতোয়া বিভাগের দায়িত্ব দেয়ার জোর দাবি জানালেন এবং আগামিতে যেন তা ব্যতিত অন্য কোন এদারি বা ইহতেমামি (মাদ্রাসার পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি পত্রে) দায়িত্ব দেয়া না হয় তাও লিখলেন। এবং সেটার ১২ টি ফটোকপি করিয়ে খামে ভরলেন। এ ইস্তেফানামার ব্যাপারে আব্বা হয়তো ইস্তেখারা করেছিলেন, কারণ আমরা দেখেছি আব্বা পূর্ব থেকেই ছোটো থেকে বড়ো যেকোন বিষয়ের জন্য ইস্তেখারা করতেন, এমনকি কাকে খেদমতকার হিসেবে রাখবেন, কাকে রাখবেন না’ এ ব্যাপারেও আব্বা ইস্তেখারা করতেন।

ঐ রাতে নিয়মানুসারে তাহাজ্জুদ পডলেন। আব্বার কখনো তাহাজ্জুদ মিস হতো না। প্রতিদিনই নিজে অযু করে তাহাজ্জুদের সালাত এবং যিকির-আযকার আদায় করতেন, এদিনও তার ব্যতিক্রম হলো না বরং অন্যদিনের তুলনায় এদিনের যিকির একটু উচ্চ আওয়াজে হয়েছিলো। আমরা মনে করেছিলাম, আব্বা আমাদের ফজরের সালাতের জন্য ডাকতেছেন, পরে ভালো করে খেয়াল করলে দেখি, তিনি উচ্চস্বরে যিকির করতেছেন! যিকির করতে করতে ফজরের সময় হয়ে গেলে তিনি নামায পড়ে মুনাজাত করলেন।

ফজর ও আসরের পর মুনাজাত ছিলো আব্বার নিয়মিত আমলের অন্যতম। সেদিনের মুনাজাত ছিলো অন্যান্য দিনের চেয়ে বেশি লম্বা। এরপর তাসবিহ তাহলিল ও معمولات يومية (দৈনন্দিন আদায়কৃত দোয়া দরুদ এর আমল) আদায় করলেন। আটটার দিকে সকালের নাস্তা করলেন। নাস্তা খুব সামান্য খেয়েছিলেন, কিন্তু খুব হাসিখুশি ছিলেন। তখনও আমরা তাঁর মাঝে কোনো ব্যথা বা মৃত্যুর কোনো আলামত দেখিনি। নাস্তা শেষে আব্বুর খাদেম মাওলানা হুমায়ুনের মাধ্যমে হযরত মাওলানা ইয়াহয়া সাহেবের কাছে ইস্তেফানামা পৌঁছালেন৷ কিছুক্ষণ পর সে পৌঁছেছে কিনা তা জিজ্ঞেস করেন, তিনি বল্লেন- আমি পৌঁছেয়েছি।’
আব্বা সবসময়ই নাস্তার পর ১/২ ঘন্টা ঘুমান। তাই সেদিনও আমরা তাঁকে শুইয়ে দিলাম।

এর মাঝে জামিয়ার সূরা কর্তৃপক্ষ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন- মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুস সালাম চাটগামী।’ রেজুলেশন শোনানোর জন্য শোয়া দশটার দিকে একজন এসে আমাকে বললো, আব্বাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যে, আমি আব্বার রুমে প্রবেশ করে আব্বার অবস্থা বেগতিক দেখে কয়েকজন উস্তায ও খেদমতকারকে ডাকলাম৷ অতঃপর আব্বাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো৷ চিকিৎসকরা জানালেন, আব্বা আর নেই! ইন্তেকাল করেছেন। انا لله وانا اليه راجعون

আল্লাহ আমার আব্বাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন।
লেখক : ইসমাঈল বিন মুফতি আব্দুস সালাম চাটগামী রহ.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম