1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাশকতা পরিকল্পনার অভিযোগে লাকসামে সরোয়ার সিদ্দিকীসহ ৩৩ জন জামাত শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা৬ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা । চৌদ্দগ্রামে মধ্যম চাঁন্দিশকরায় মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের চারজন আহত, থানায় অভিযোগ চেয়ারম্যান পদে-৬, ভাইস চেয়ারম্যান পদে-৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদে-১ চন্দনাইশে মনোনয়ন পত্র জমার শেষ দিনে ১০ জন প্রার্থীর ফরম জমা Kumpulan Situs Slot Bonus New Member Terbaru রাউজানে পরিত্যক্ত দু’টি হ্যাচারি- সুফল থেকে বঞ্চিত ডিম সংগ্রহকারীরা হেফাজতে ইসলামের সাবেক  যুগ্ম-মহাসচিব মামুনুল হকের মুক্তি লাভ। বাঁশের সাঁকোর বদলে স্টিল ব্রীজ নির্মাণ কাজ শুরু ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

নাশকতা পরিকল্পনার অভিযোগে লাকসামে সরোয়ার সিদ্দিকীসহ ৩৩ জন জামাত শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা৬ জন গ্রেফতার

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার

লাকসাম উপজেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধায় পৌরসভার
৬ নং ওয়ার্ডের উত্তর পশ্চিমগাঁও প্রফেসর কলোনী এলাকায় আবুল জলিলের টিনসেড ঘর থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার
বাইশগাঁও গ্রামের মোঃ সামছুল হকের ছেলে সাফায়েত উল্লাহ (২১), লাকসাম উপজেলার মনপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (২০), তপইয়া গ্রামের সরুজ মিয়ার ছেলে রাকিব হোসেন (২১),পশ্চিমগাঁও কলেজ পাড়ার মৃত মোঃ ইয়াকুব আলীর ছেলে আব্দুল জলিল (৪৮),গাজীমুড়া, (মধ্য পাড়া) মাওলানা আব্দুর রহমানের ছেলে মহিউদ্দিন সোহাগ (৪২) ও নারায়নপুর গ্রামের হাফেজ আব্দুল মান্নানের ছেলে আজিজুল হক মামুন (২৫)।
আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পলাতক এক নাম্বার আসামী সরোয়ার আলম সিদ্দিকীসহ ৩৩ জনের বিরুদ্ধে লাকসাম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা এনে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)দুপুরে তাদেরকে কুমিল্লা আদালতে পেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধায় লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর পশ্চিম গাঁও প্রফেসর কলোনী এলাকায় । আবুল জলিলের টিনসেড মেসঘরে জামাত শিবিরের কিছু সংখ্যক সন্ত্রাসী রাষ্ট্রের ক্ষতি করার নিমিত্তে সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে ষড়যন্ত্রের লক্ষ্যে গোপন সভায় মিলিত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানা টহল পুলিশ উল্লেখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৬ জন শিবির কর্মীকে আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর -২০১৯ নামক ১ টি রেজিষ্টার খাতা, গোলাকার সীল, সমর্থক ফরম ২২ টি, কর্মী মান উন্নয়ন বায়োডাটা, ছাত্রশিবির লাকসাম শহর নামক ৯ টি খালি ফরম, কর্মী বৃদ্ধি তালিকা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লাকসাম আলীয়া নামক ১ টি খালি ফরম, এক পৃষ্ঠে ‘মাসিক পরিকল্পনা’, অপর পৃষ্ঠে ‘ব্যক্তিগত রিপোট’ নামক খালি ফরম ২০ টি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রচারপত্র ৯ কপি, ব্যবহারীত সীম সংযুক্ত এন্ড্রয়েট মোবাইল সেট ও বেশ কয়েকটি জিহাদি বই জব্দ করা হয়।
পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল আবু সায়েদ বাচ্চু বলেন, সরকারবিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশে একদল জামায়াত-শিবির কর্মীরা ওই এলাকায় গোপন বৈঠক করছিল।এমনকি লাকসাম বাজারে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ডের পরিচালনা করবে বলে এ গোপন বৈঠক করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে
বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর পশ্চিম গাঁও প্রফেসর কলোনী এলাকায় একদল জামায়াত-শিবির কর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদ ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া মুঠোফোন বলেন,
সন্ত্রাসী কর্মকান্ডের সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারকৃত
৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামী ও অপরাধকর্মে সহায়তাকারী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম