 
																
								
                                    
									
                                 
							
							 
                    হাটহাজারী উপজেলা পরিষদে শুদ্ধাচার মিটিং অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে মিটিং শেষে মিলনায়তনের বাইরে উপজেলার গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, এবং ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুর মধ্যে কোনো বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এক পর্যায়ে চেয়ারম্যান মুজিব নুরুল আহসান লাভু চেয়ারম্যানকে কিল-ঘুষি মারেন।
জানাযায়, সম্প্রতি গঠিত ছিপাতলী ইউনিয়নস্থ ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এই উচ্চবাক্য হয়। এছাড়া লাভু বিদ্যালয়টির সভাপতি থাকাকালীন মাঠ বরাদ্দে অনিয়মের অভিযোগও করেন মুজিব চেয়ারম্যান।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আনাকাঙ্খিত এই ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করেছেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠক সাংবাদিক এস এম জামাল উদ্দিন।
তিনি বলেন, বিরোধ বা মনোমালিন্য যাই হোক, জনপ্রতিনিধিদের প্রকাশ্যে এমন আচরণে হাটহাজারীর সম্মানহানি হয়েছে, সাথে তাদেরও।’
বিষয়টি নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রাশেদুল আলম বলেন- ‘ওনাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছিলো, দুজনকেই আমি ডেকে মিটমাট করে দিয়েছি।’
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন- উভয়েই এজন্য দুঃখ প্রকাশ করেছেন।’