1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় উচ্ছেদের ১ দিনের পরই আবারও অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না- ড. ইউনূস সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

ডেমরায় উচ্ছেদের ১ দিনের পরই আবারও অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার স্থাপন

মো. বশির উদ্দিন/ ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে সড়ক ও ব্রীজের দু’পাশের ফুটপাতে অবৈধ দখলে থাকা দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদের একদিন পরেই আবারও অবৈধ দখল করে দোকানপাট স্থাপন করেছে দখলদারেরা। প্রশাসনের নাকের ডগায় একটি অসাধু চক্র এসব দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। এখানে গত বুধবার (৬ অক্টোবর) সন্ধার পর কাঁচাবাজারসহ শতাধিক অবৈধ দোকানপাট দখল মুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। ডিএসসিসির নির্বাহি ম্যাজিস্ট্রেট মো.মনিরুজ্জামেনর নেতৃত্বে ৬৮ নম্বর ওয়ার্ডের হাজীনগর এলাকায় ডিএনডি খালের ওপর পাকা ব্রীজ ও ইসলাম প্লাজা মার্কেট সংলগ্নে এ অভিযান পরিচালিত হয়। এদিকে ওই অভিযানের পরের দিনই আবারও একইভাবে অবৈধ দখলে চলে আসে ওই এলাকা। এলাকাবাসির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, প্রভাবশালী ও ডেমরা থানা পুলিশের মদদেই এসব অবৈধ দখলযজ্ঞ চলছে এখানে। একইভাবে ডেমরার, ষ্টাফ কোয়ার্টার, কোনাপাড়া, ডগাইর, বড়ভাঙ্গা, সারুলিয়া ও বামৈল এলাকাতেও চলছে এসব দখলযজ্ঞ ও চাঁদাবাজি।

উল্লেখ্য: ওই উচ্ছেদ অভিযানে নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে কতিপয় অসাধু চক্র সড়কের দু’পাশ ও খালের ওপর অবস্থিত ব্রীজের দু’পাশে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার বসিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এখানে প্রতিদদিন লাখো মানুষের চলাচল থাকা সত্বেও অবৈধ দখলদারেরা মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করে আসছিল। তাছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডে ইজারাভিত্তিক সারুলিয়া বাজার কাঁচাবাজার রয়েছে। তাই কোনভাবেই এখানে সড়কের পাশে বা সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবেনা। আর এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহম্মেদ মোবাইল ফোনে বলেন, ডেমরার হাজী নগরসহ অবৈধ দখলে থাকা সব এলাকায় অবৈধ দখল করে দোকানপাট ও কাঁচাবাজার স্থাপনের বিষয়টি আমার জানা ছিলনা। খোঁজখবর নিয়ে ডেমরা থানা ওসিকে অবহিত করে এসব বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করব। কোনভাবেই অবৈধ দখলযজ্ঞ ডেমরায় চলতে দেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net