চট্টগ্রামের খুলশীতে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত তিন জনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহিন। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।পাহাড়তলী কলেজর শিক্ষার্থীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ করলো শিক্ষার্থীরা।
রোববার (৬ ডিসেম্বর) নগরীর হামজারবাগ রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বেলা ১১টার সমাবেশ করেন নিহত সাতরাজ উদ্দিন শাহিনের সহপাঠীরা।এ সময় সাতরাজকে হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবীতে নানা স্লোগান দেন তারা।
সমাবেশে নিহত সাতরাজের সহপাঠী ইয়াকিন আমিন রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘সড়কে একের পর এক প্রাণ যাচ্ছে। একটার পর একটা খুন হচ্ছে সড়কে। যার সর্বশেষ শিকার সাতরাজ উদ্দিন। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। বাস চালক ও গেইট কিপারের অবহেলায় তাকে মারা যেতে হয়েছে৷ আমরা দোষীদের বিচার ও নিরাপদ সড়ক চাই।’সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দ্রুত গতিতে আসা বাস এসে অটোরিকশাকে নিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবির কথা বলছি। কিন্ত কেউ দেখার নাই। সাতরাজসহ এখন পর্যন্ত সড়কে যারা খুন হয়েছে, আমরা সবার বিচার দাবি করছি।চট্টগ্রামে বাস-সিএনজি-রেলের সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্ঘটনার সময় ঝাউতলা রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটম্যান আশরাফুল আলমগীরকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
এই তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
ট্রেন-বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলায় একমাত্র আসামি করা হয় বাস চালককে।