1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর খন্ডিত বক্তব্য প্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচার চেয়ে ডিসির কাছে মেম্বারদের আবেদন  ডাকসু নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ের আভাস কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের গ্রাম প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল : চিফ প্রসিকিউটর চাঁদাবাজির মামলায় প্রতারক সিকদার লিটনের জামিন আবেদন নাচক ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ

নোয়াখালীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর খন্ডিত বক্তব্য প্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার

‘কেন্দ্র দখল করলে আমরা করবো, জোর করে ভোট নিলে আমরা নিবো, কারণ আমরা সরকারের প্রতিনিধি! ইনশাআল্লাহ’ এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে ওই ভিডিও নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তার বক্তব্যের খন্ডিত (আংশিক) অংশ প্রচার করে প্রতিপক্ষ নির্বাচনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন তিনি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর দাদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন দেলু।

মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় দাদপুর বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

নৌকার প্রার্থী অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বদ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. মিজানুর রহমান শিপন নির্বাচনের মনোয়ন ঘোষণার পর থেকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমি এবং আমার লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসে। ভোট গ্রহণের দিন দুপুর ১২টার পর কেন্দ্র দখল করে ভোট নিয়ে যাবে বলেও সে ঘোষণা দিচ্ছে। তার এমন বক্তব্যে সাধারণ ভোটাররা ভীত, ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহ প্রদান ও ভয়ভীতি দূর করতে আমি ভোটারদের র্নিভয়ে কেন্দ্রে ভোট আসতে বলি, ওইসব ধমকে ভীত ভোটারদের নিরাপত্তা আমরা দিবো বলেছিলাম। কেন্দ্র দখলের চিন্তা করলে আমরা (নৌকা প্রার্থী) করবো, কিন্তু সেখানে আমার তা না করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অথচ আমার ওই বক্তব্যকে কেটে খন্ডিত করে মিজানুর রহমান শিপন তার লোকজন দিয়ে ফেসবুকে প্রচার করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও অভিযোগ করে বলেন, ইতোমধ্যে শিপনের সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে অস্ত্র মহড়া দিচ্ছে। তারা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো গত কয়েকটি ধাপে বেগমগঞ্জ, লক্ষীপুরসহ অনান্যস্থানে যেভাবে সুষ্ঠু ভোট হয়েছে, ঠিক সেইভাবে যেন আমার দাদপুরেও ভোট গ্রহণ হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল হারুন ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান মেম্বার’সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net