1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান নবীগঞ্জ রাধাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ, “হাজী কমর উদ্দিন সৃতি পাঠাগার” উদ্বোধন শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক- সালাহউদ্দিন আহমেদ ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের উদ্দোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক  লাকসাম পৌর বিএনপির সন্মেলনে সভাপতি মজির, সম্পাদক ফারুক ও সাংগঠনিক মানিক নির্বাচিত ঈদগাঁওয়ে পোশাক শিল্প পণ্যের ডিজাইন এবং মানোন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে

মীরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২৮১ বার

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া এলাকার ৬ বারের সাবেক (ইউপি) সদস্য আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ হওয়ার পর রাত ১০টায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ তিনি নিখোঁজ হন। ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে রাত ১০টার নাগাদ স্থানীয় মঘাদিয়া খালের পাশে কাদার মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

এসময় আহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করেন বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী আবুল কাশেমের সাথে স্থানীয় সাহেরখালী ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। আমাদের ধারণা এ ঘটনা বেলালের নির্দেশে হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, কাশেম সাহেব সাথে আমার ব্যাক্তিগত কোন শত্রুতা বা বিরোধ নেই। আমার কোনো বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বোঝাচ্ছে।

এ বিষয়ে মীরসরাই থানার ওসি (তদন্ত) অলি উল্ল্যাহকে ফোন দিলে তিনি জানান, এ ধরনের ঘটনা নিয়ে লিখিত কোন কেউ অভিযোগ দেয় নাই। তবে অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহেরখালী ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, বুধবার রাতে ঘটনা ঘটেছে। কাশেম সাহেব ইউনিয়নের ৬ বারের সাবেক সদস্য। বর্তমানে তিনি চমেক হাসপাতালে তার অপারেশন চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net