1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার প্রভাবে স্থবির শরণখোলা শ্রমজীবী পরিবারে দুর্দশা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

করোনার প্রভাবে স্থবির শরণখোলা শ্রমজীবী পরিবারে দুর্দশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ১৪১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলাও করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে। জরুরী প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান ছাড়া ‘লকডাউন’ করা হয়েছে গোটা উপজেলার সবকিছু। সবখানেই থমথমে অবস্থা বিরাজ করছে। খুব বেশি দরকারি না হলে ঘর থেকে বের হচ্ছে না বিত্তবানরা। কিন্তু শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পেটের দায়ে বাইরে বের হলেও কাজ পাচ্ছেনা তারা। ফলে তাদের পরিবারে নেমে এসেছে দৈন্যদশা।
সরকারের নির্দেশনা অনুযায়ী গত বুধবার থেকে সকল হাটবাজারগুলোতে ওষুধ, মুদি ও কাচামাল বাদে সমস্ত দোকানপাঠ বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। যার কারণে লোকসমাগম একেবারেই কমে গেছে। ঢাকা, খুলনা, বাগেরহাট থেকে এসব দোকানে স্থল ও নৌ-পথের মাধ্যমে মালামাল পরিবহনের ট্রান্সপোর্টগুলো বন্ধ রয়েছে। এসব ঘাটে মালামাল ওঠানামার কাঝে নিয়োজিত শতাধিক শ্রমিক প্রায় বেকার হয়ে পড়েছে। তাছাড়া বাজারঘাটে লোকজন কম ওঠায় উপজেলার তিন সহস্রাধিক অটোভ্যান ও ইজিবাইক চালকও পড়েছে বিপাকে।
খুলনা ট্রান্সপোর্টের রায়েন্দা বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শহীদ নিমার ঘাটে শ্রমিক সলেমান শিকদার (৩৮), শহিদুল হাওলাদার (৪০), হামিদুল বয়াতি (৪২), হালিম ফরাজী (৩৫) জানান, গত দুদিন ধরে কাজ নেই। তাদের এই ঘাটে আগে খুলনা থেকে ৭-৮টি ট্রাক মালামাল নিয়ে আসতো। তাতে একেকজন শ্রমিক ৬০০-৭০০টাকা ভাগে পেত। বৃহস্পতিবার মাত্র একটি ট্রাক এসেছে। তাদের প্রত্যেকের সংসারে ছয় থেকে সাত জন লোক। এ অবস্থা চলতে থাকলে তাদের না খেয়ে মরতে হবে বলে আক্ষেপ করেন তারা।
অপরদিকে, রায়েন্দা ইউনিয়নের জিলবুািনয়া গ্রামের অটোভ্যান চালক মো. মিজান মোল্লা (১৮), সোহাগ ফকির (৩৫) ও কদমতলা গ্রামের সোবাহান হাওলাদার (৪৮) জানান, আগে প্রতিদিনি ৪০০ থেকে ৫০০টাকা আয় হতো। করোনার প্রভাবে এখন একশ-দেড়শ টাকাও হচ্ছেনা। দানসাগর ইউনিয়নের পহরানবাড়ি এলাকার ইজিবাইক চালক মিজানুর রহমান (৪০) জানান, অন্যান্য দিন ৬০০ থেকে ৭০০টাকা আয় হতো। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাত্র দেড়শ টাকা পেয়েছেন।
শহীদ নিার ঘাটের শ্রমিক সরদার মো. ফিরোজ শেখ ও রায়েন্দা বাজার ট্রলারঘাট শ্রমিক সরদার মো. খলিল হাওলাদার জানান, করোনার কারণে পণ্য পরিবহনের ট্রলার ও ট্রাক কম আসায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। দুটি ঘাঠে একশ’র বেশি শ্রমিক রয়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে সবাই কষ্টে আছে।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে সরকার মানবিক সহায়তা প্রদানের ঘোষনা দিয়েছে। এজন্য তাদের তালিতা প্রস্তুত করা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম