1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে শ্রীপুরে করোনার টিকার ৭টি ভায়ালসহ আটক -২!! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

গাজীপুরে শ্রীপুরে করোনার টিকার ৭টি ভায়ালসহ আটক -২!!

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৩ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে করোনার টিকা সিনোভ্যাক্সের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে ও গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই উপজেলার মাওনা বাজার এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা পারভীন (১৯)।
স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেন জানান, কয়েকদিন আগে থেকেই জাহাঙ্গীর রঙ্গিলা বাজার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ১শ থেকে ২শ টাকা করে নিয়ে করোনার টিকাকার্ড সংগ্রহ করেন। পরে শনিবার দুপুর থেকে রঙ্গিলা বাজার এলাকায় জাহাঙ্গীরের ওই সংগঠনের অফিসে বসে টিকাকার্ড দেওয়া মানুষদের টিকা প্রদান কার্যক্রম শুরু করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে জাহাঙ্গীরসহ ওই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।

গার্মেন্টস শ্রমিক আব্দুল বাতেন জানান, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না- এমন ঘোষণা শোনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় গিয়েছি। দীর্ঘ লাইন থাকায় টিকা না দিয়েই ফিরতে হয়েছে। এখানে টাকার বিনিময়ে বিনামূল্যের ভ্যাকসিন দেওয়ায় স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ ছিল।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, বিষয়টি শুনেছি। কোত্থেকে তারা এ টিকা পেল তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দুইজনকে আটকের কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net