মানবিক সাহায্যের জন্য আবেদন।——
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের দিদার হোসেন দীর্ঘদিন যাবত লিভার, কিডনি, ফুসফুস সহ নানা জটিলতা ভুগছেন।অতি দ্রুত তার চিকিৎসা প্রয়োজন। তার পিতা আব্দুল আমিন একজন দিনমজুর।
দিদার কে বাঁচাতে প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন।যা তার পরিবারের পক্ষে বহন করা একবারেই সম্ভব নয়।দিদার হোসেন টাকার অভাবে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।তাই দিদারের সল্প উপার্জনক্ষম পিতা তার সন্তানকে বাঁচাতে বাধ্য হয়ে সমাজের দানবীর ও সেবকদের নিকট সাহায্যের আকুল আবেদন জানান।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ 01733745718 ডিবিবিএল এ/সি 7017417812508
যেকোনো প্রয়োজনে কল করুনঃ- 01760430927