হাটহাজারী পৌর এলাকার মীর বাড়ীর নিজ বাড়িতে আমাতুন নুর তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার আয়োজন করেছেন সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি তার মায়ের নামে প্রতিষ্ঠাকারী এই মাদরাসায় নিয়মিত অবস্থানকারী আবাসিক শিক্ষার্থীরা ছাড়াও সকল শিক্ষার্থীদের ভালো খাবারের আয়োজন করেছেন আজ দুপুর বেলা।
আয়োজনে ভাত/বিরাণী ছাড়াও মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং জর্দ্দা ও ফিরনিও ছিলো।
ছওয়াবের আশায় প্রায়ই সুবিধাজনক সময়ে তিনি এমন আয়োজন করে থাকেন বলে জানিয়েছেন- মাদরাসা পরিচালক।
এসময় মাদরাসা পরিচালক, শিক্ষক মন্ডলী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মির্জা এমদাদুল হক, উত্তর জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক নাছির উদ্দীন তালুকদার, হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম।
মির্জা এমদাদ বলেন, স্যার নিজেই উপস্থিত থেকে শিশুদের নিজ হাতে খাইয়েছেন।