ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজার নিয়ন্ত্রণে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে ০৩ টি মামলায় ০৩ জনকে ১৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা সদর বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।