চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার জোয়ারা নগরপাড়ার ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে সিফাতুল ইসলাম
রায়হান (১৪) গত ১০ মে সন্ধ্যায় অপহরণ হয়ে ৫০ ঘন্টা পর গত ১২ মে রাত সাড়ে
৯টায় উদ্ধার হয়।
জানা যায়, নুরুল ইসলামের স্কুল পড়–য়া মেয়ে উর্মিলা সুলতানার সাথে একই
এলাকার পার্শ্ববর্তী পশ্চিম পাড়ার জাবেদ নামের ফার্নিচার মিস্ত্রীর সাথে প্রেমের
সম্পর্ক হয়। সম্প্রতি উর্মিলার বিয়ের কথাবার্তা চলছে শুনে জাবেদ তার দুই
সহযোগিকে নিয়ে উর্মিলার ভাই রায়হানকে সাইকেল চালাতে দেয়ার কথা বলে
কৌশলে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন রায়হানের পিতা
নুরুল ইসলাম। রায়হান অপহরণের পর গত ১১ মে সকালে একটি মোবাইল থেকে
জানায় যে, তাদের ছেলে ফেনীতে আহত হয়েছে।
তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য ফেনী থানায় আসার জন্য বলে। এসময় রায়হানের মামাতো ভাই সাংবাদিক
সেলিমুল্লাহ তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে ফেনী থানায় গেলে
এব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। কিছুক্ষণ পর আরেকটি নাম্বার থেকে ফোন করে
বলে ছেলেটিকে মেরে ফেলবেন? আসছেন না কেন? এরপর মোবাইল দুটির
রেজিষ্ট্রেশন চেক করে জানা যায়, জাবেদের বন্ধু একই এলাকার এমরান ও অপরটি
আসিফের। এরপর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত হয়ে চন্দনাইশ থানায় গেলে
এএসআই হিরু তার মৌখিক অভিযোগের প্রেক্ষিতে জাবেদের বাড়িতে গিয়ে
তার মা-বাবাকে ছেলেটি উদ্ধার করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।
পুলিশ জাবেদের বাড়ি যাওয়অর প্রায় ১২ ঘন্টা পর রাত সাড়ে ৯টায় রায়হানকে নগরপাড়া রাস্তায় ফেলে
যায় এমরান। রায়হান বাড়িতে এসে সব ঘটনা তার পিতা-মাতাকে খুলে বলে। এসময়
রায়হান জানান, তাকে জাবেদের আত্মীয়ের বাড়ি আজিজ নগর নিয়ে রেখে দেয়।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে
বলেছেন, অপহরণের সংবাদ পেয়ে পুলিশ যাওয়ার পর ছেলেটিকে তারা ছেড়ে দেয়। তবে
উভয়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকার পাশাপাশি প্রেম ঘটিত বিষয় রয়েছে বলে
জানান। এদিকে নুরুল ইসলামকে থানায় আসার জন্য বলেছেন বলে জানিয়েছেন
তিনি।