1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার ১০ দফা দাবীর সমর্থনে সৈয়দপুরে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীর রূপনগর, ট- ব্লকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন- মাহবুব আলম মন্টু  জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইসলামিক ও আধুনিকতার ছোঁয়ায় ইংলিশ ও বাংলা ভার্সনে ব্যতিক্রমী আল-ফালাহ এস আলী মডেল মাদ্রাসার যাত্রা শুরু  গণ অধিকার পরিষদের সভাপতি নুর সহ নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “সুশীল ফোরাম “ প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক রোববার নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেয়ার আশ্বাস ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত ডাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার ১০ দফা দাবীর সমর্থনে সৈয়দপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২০৫ বার

গগণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠায় ঘোষিত ১০ দফা দাবী এবং রাষ্ট্র মেরামতে ২৭ দফা রুপরেখার বিষয়ে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) বেলা ৩ টায় শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক সংরক্ষিত নারী এমপি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিলকিস ইসলাম এবং নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাকেন নীলফামারী জেলা সাধারণ সম্পাদক জহুরুল আলম, সৈয়দপুর জেলা কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর শাহিন আকতারসহ সৈয়দপুর ও নীলফামারী জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সমন্বয় ও সহমর্মিতার রাজনীতির প্রবর্তন এবং শুধু রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তিবর্গ নয় বরং সমাজের সকল স্তরের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষেই মূলতঃ আমাদের ১০ দফার আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। এর আলোকে জনমতের ভিত্তিতেই ২৭ দফা রুপরেখাও প্রনোয়ণ করা হয়েছে।

এই বিষয়ে অবগত করতেই ইতোমধ্যে বিভাগীয় গণসমাবেশ করা হয়েছে। জনগণকে আরও বিস্তারিত জানাতে জেলা উপজেলায় আলোচনা সভায় মিলিত হতেই আমাদের আগমন। কারণ আমরা চাই এই রুপরেখার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করলেই প্রকৃতপক্ষে গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যা বাস্তবায়নের জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। যাতে সব দল অংশগ্রহণ করবে এবং সকলেই অবাধে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জনগণ ক্ষমতায় চেপে বসা এই বিনাভোটের অবৈধ সরকারের বিদায় চায়। তাই দেশের প্রায় ৩৩ টি রাজনৈতিক দল আমাদের দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে। তারাও গণতন্ত্র চায়, দেশ ও জনগণের কল্যাণ চায়। কারণ আওয়ামী সরকারের প্রতিহিংসা ও ধ্বংসের রাজনীতি দেশকে পর্যুদস্ত করে ফেলেছে। এথেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নাই। দলীয় সরকারের অধীনে কখনই সঠিকভাবে জনপ্রতিনিধিত্বশীল নির্ভেজাল নির্বাচন সম্ভব নয়।

তাই দেশ ও দশের সাথে দলেরও মঙ্গল চাইলে এখনই এই সংসদ ভেঙ্গে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। নয়তো জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই কর্তৃত্ববাদী স্বৈরশাসনের পতন ঘটানো হবে। এরপর যে দলই ক্ষমতায় আসুক তারা যেন জনমতের ভিত্তিতে দায়বদ্ধ ও গণতান্ত্রিক সরকার গঠন করে রাষ্ট্র কাঠামো কে মেরামতের মাধ্যমে একটি মানবাধিকার ও উন্নত রাজনৈতিক কালচারে সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net