নিজস্ব প্রতিবেদক :
মাগুরার শ্রীপুর উপজেলায় চুরি ঠেকাতে রাতে গরু পরিবহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ গত ছয় মাসে শ্রীকোল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৩০ টি চুরির ঘটনা ঘটেছে। এক্ষেত্রে চোরদের অন্যতম লক্ষ্যবস্তু গরু। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির জানান, চুরি ঠেকাতে চেকপোস্ট গুলোতে পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত গরু পরিবহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।